Iftar Mahfil
আগামী ৯ এপ্রিল রবিবার টরন্টোর বায়তুল আমান জামে মসজিদে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর আয়োজনে একটি ইসলামী আলোচনা এবং ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্প্রতি জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সহ-সভাপতি ইন্তেখাব চৌধুরী (তুহিন) এর বাবা এবং জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুমেল এম চৌধুরীর মা ইন্তেকাল করেছেন। ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলে মরহুম এবং মরহুমার জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো উক্ত মাহফিলে আপনাদের সবার উপস্হিতি কামনা করছে।
তারিখঃ ৯ -ই এপ্রিল, রোববার
স্থানঃ বায়তুল আমান জামে মসজিদ
ঠিকানাঃ ৩৩১৪ ডানফোর্থ এভিনিউ, টরন্টো
সময়ঃ বিকেল ৭:০০ মিঃ
বিনীত,
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডা


SUBSCRIBE
Subscribe to our newsletter to always be the first to hear about recent news, offers and adventures in Bali.